নেত্রকোণায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তি নিহত

ট্রেনে কাটা পড়া মরদেহ সুরতহাল শেষে নিয়ে যাওয়া হচ্ছে ময়নাতদন্তের জন্য
ট্রেনে কাটা পড়া মরদেহ সুরতহাল শেষে নিয়ে যাওয়া হচ্ছে ময়নাতদন্তের জন্য | ছবি: সংগৃহীত
0

নেত্রকোণার মোহনগঞ্জ রেল সড়কে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল (সোমবার, ২৮ এপ্রিল) রাতে ঠাকুরাকোনা সতরশ্রী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে ট্রেনে কাটা পড়া ব্যক্তির নাম পরিচয় পাওয়া না গেলেও অজ্ঞাত ব্যক্তির আনুমানিক বয়স ৫০ বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ।

মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির কনস্টেবল আঙ্গুর মিয়া বলেন, ‘আমরা ট্রিপল নাইনে সংবাদ পেয়ে নেত্রকোনার সদর উপজেলার ঠাকুরাকোনা ইউনিয়নের রেললাইনের সতরশ্রী এলাকা থেকে একটি মরদেহ উদ্ধার করি। মরদেহটি ট্রেনে কাটা পড়ে ছিন্নভিন্ন অবস্থায় থাকায় প্রাথমিকভাবে পরিচয় শনাক্ত করা যায়নি।’

তিনি আরো বলেন, ‘আমরা স্থানীয় সূত্রে জানতে পেরেছি, ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী আন্তঃনগর ট্রেন মোহনগঞ্জ এক্সপ্রেসের নিচে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়েছে। আমরা মরদেহে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।’

এসএইচ