সাভারে অস্ত্রসহ ৯ জন গ্রেপ্তার

সাভার মডেল থানা
সাভার মডেল থানা | ছবি: সংগৃহীত
0

সাভারে অস্ত্রসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল (মঙ্গলবার, ৬ মে) রাতে সাভারের রেডিওকলোনীর নয়াবাড়ি ও ভাকুর্তা ইউনিয়নের চুনারচর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গভীর রাতে ৬ ডাকাত দেশিয় অস্ত্রে-সস্ত্রে সজ্জিত হয়ে ডাকাতির প্রস্তুতি নিলে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান পরিচালনা করে।

এসময় দেশিয় অস্ত্রসহ তাদের গ্রেপ্তার করা হয়। অপরদিকে উপজেলার ভাকুর্তা ইউনিয়নের চুনারচর এলাকায় একটি রাস্তা থেকে দেশিয় অস্ত্রসহ তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ (বুধবার, ৭ মে) দুপুরে সাভার মডেল থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান সাভার মডেল থানার ওসি জুয়েল মিঞা।


এসএইচ