জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম তদন্ত প্রতিবেদন চিফ প্রসিকিউটের কাছে জমা দিয়েছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
তদন্ত সংস্থার প্রধান সাবেক পুলিশ কর্মকর্তা আনসার উদ্দিন খান পাঠানের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদল। সকাল পৌনে ১১টায় চিফ প্রসিকিউটরের কাছে এই তদন্ত প্রতিবেদন জমা দেন।
পরে এ বিষয়ে ট্রাইব্যুনালে সংবাদ সম্মেলনে চিফ প্রসিকিউটর জানান, তদন্ত প্রতিবেদন শেখ হাসিনার বিরুদ্ধে হত্যার উসকানি, প্ররোচণা ও সরাসরি হত্যার নির্দেশসহ পাঁচটি অভিযোগ আনা হয়েছে।
ছাত্র-জনতাকে গুলি করে হত্যা, টার্গেট করে শিশুদের হত্যা ও লাশ পোড়ানোর প্রমাণও পেয়েছে তদন্ত সংস্থা। তিনি জানান, প্রধান নির্দেশদাতা হিসেবে আলোচিত সব হত্যাকাণ্ডে শেখ হাসিনার সম্পৃক্ততার প্রমাণ মিলেছে এই তদন্ত প্রতিবেদনে।