নারী সংস্কার কমিশনের কয়েকটি সুপারিশ বাতিল চেয়ে করা রিট খারিজ

হাইকোর্ট
হাইকোর্ট | ছবি: সংগৃহীত
0

নারী সংস্কার কমিশনের কয়েকটি সুপারিশ বাতিল চেয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আজ (সোমবার, ২৬ মে) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর হাইকোর্টের বেঞ্চ রিটটি সরাসরি খারিজ করে দেন। বিস্তারিত আদেশে রিট খারিজের আইনগত দিক ও পর্যালোচনা তুলে ধরার কথা জানিয়েছেন বিচারপতি।

নারী সংস্কার কমিশনের সুপারিশমালায় থাকা বিতর্কিত ও সাংঘর্ষিক ধারাগুলোর বৈধতা চ্যালেঞ্জ করে এবং এসব ধারা পর্যালোচনার জন্য বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশনা চেয়ে দায়ের করা হয়।

রিটকারী আইনজীবী জানান, নারী কমিশনের কয়েকটি সুপারিশ ধর্মের সঙ্গে সাংঘর্ষিক ও সংবিধানের পরিপন্থি তাই রিট করা হয়েছে।

আদালত বলেছেন, এই সুপারিশ এখনো বাস্তবায়ন হয়নি। এটা প্রি-ম্যাচিউড। সুপারিশ সরকার বাস্তবায়ন করলে রিটকারী চাইলে আদালতে আসতে পারবেন।

তাই এ বিষয়ে কোনো আদেশ না দিয়ে রিটটি সরাসরি খারিজ করে দেন আদালত।

সেজু