এনবিআরের আরো পাঁচ শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে তদন্তে দুদক

জাতীয় রাজস্ব বোর্ড ও দুর্নীতি দমন কমিশন
জাতীয় রাজস্ব বোর্ড ও দুর্নীতি দমন কমিশন | ছবি: সংগৃহীত
1

জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক ও বর্তমান আরো পাঁচ শীর্ষ কর্মকর্তার দুর্নীতির অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ (মঙ্গলবার, ১ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম।

তিনি জানান, জাতীয় রাজস্ব বোর্ডের কিছু অসাধু সদস্য ও কর্মকর্তা মোটা অঙ্কের ঘুষের বিনিময়ে কর দাতাদের কর ফাঁকি দেওয়ার সুযোগ করে দিচ্ছেন। বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক ও জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তারা নিজেরা লাভবান হওয়ার জন্য নির্ধারিত পরিমাণ কর আদায় না করে তাদের করের পরিমাণ কমিয়ে দিতেন বলে অভিযোগ রয়েছে দুদকের কাছে।

রাজস্ব কর্মকর্তাদের দুর্নীতির কারণে প্রতি বছর সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। কিছু ক্ষেত্রে কর্মকর্তারা ঘুষ না পেয়ে কর ফাঁকি দেওয়ার মিথ্যা মামলা করে বিভিন্ন প্রতিষ্ঠানের মালিককে হয়রানি করেন বলেও অভিযোগ রয়েছে দুদকের কাছে।

অভিযুক্তরা হলেন, আব্দুল রশীদ মিয়া, লুতফুল আজীম, আলমগীর হোসেন, শিহাবুল ইসলাম এবং তারেক হাছান। এর আগে গত রবিবার এনবিআরের ছয় শীর্ষ কর্মকর্তার দুর্নীতির অনুসন্ধান শুরুর কথা জানায় দুদক।

এএইচ