হাদিকে হত্যাচেষ্টা: গ্রেপ্তারকৃতদের মধ্যে ৩ জনের ৫ দিনের রিমান্ড

হাদিকে হত্যাচেষ্টা মামলায় তিন জনকে ৫ দিন করে রিমান্ড দিয়েছেন আদালত
হাদিকে হত্যাচেষ্টা মামলায় তিন জনকে ৫ দিন করে রিমান্ড দিয়েছেন আদালত | ছবি: সংগৃহীত
0

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টা মামলায় অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের স্ত্রী সাহেদা পারভীন সামিয়া, শ্যালক ওয়াহিদ আহমেদ সিপু ও ফয়সালের বান্ধবী মারিয়া আক্তার লিমার ৫ দিন করে রিমান্ড দিয়েছেন আদালত।

আজ (সোমবার, ১৫ ডিসেম্বর) তাদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চাওয়া হলে ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আরও পড়ুন:

এর আগে, ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় রাজধানীর পল্টন থানায় একটি মামলা দায়ের করা হলে রোববার (১৪ ডিসেম্বর) র‍্যাব অভিযুক্তদের গ্রেপ্তার করে।

আজ সকালে বিষয়টি নিশ্চিত করেন পল্টন থানার ডিউটি অফিসার উপ-সহকারী পরিদর্শক (এএসআই) রকিবুল হাসান। তিনি জানান, ওসমান হাদিকে গুলির ঘটনায় পল্টন থানায় একটি মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৬ জনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে ৪ জনকে একই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

আরও পড়ুন:

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে রাজধানীর বিজয়নগরে প্রকাশ্যে গুলি করা হয়। দুপুর আড়াইটার দিকে বক্স কালভার্ট এলাকার সামনে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

এসএইচ