গাজীপুরে পাইকারিতে ডিমের দাম কমলেও খুচরায় আগের জায়গায়

ডিমের ছবি
ডিমের ছবি | ছবি: এখন টিভি
0

সরবরাহ বাড়ায় গাজীপুরে পাইকারি বাজারে আজও কমেছে ডিমের দাম। গেলো দুই সপ্তাহ ধরে পাইকারি বাজারে নিম্নমুখী ডিমের দাম। তবে খুচরা বাজারে কমেনি ডিমের দাম। পাইকারি আর খুচরার মধ্যে পার্থক্য এখন হালিপ্রতি ৭ টাকা পর্যন্ত।

আজ (শুক্রবার, ২৭ জুন) ছুটির দিনে গাজীপুরের নতুন বাজার পাইকারি আড়তে লাল ডিমের হালি বিক্রি হয়েছে ৩৩ টাকায়, আর সাদা ডিমের হালি ২৮ টাকায়। অথচ খুচরা বাজারে সেই একই ডিম বিক্রি হচ্ছে ৪০ ও ৩৫ টাকায়। 

আড়ৎদাররা বলছেন, খামার ও আড়তে পর্যাপ্ত মজুদ থাকায় পাইকারি দাম স্বাভাবিকভাবেই কমে এসেছে। কিন্তু খুচরা বাজারে এর প্রভাব পড়েনি। 

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নজরদারি না থাকায় পাইকারি ও খুচরা বাজারে দামের এই ফারাক তৈরি হয়েছে বলে অভিযোগ তাদের।

এসএইচ