রিফাত বলেন, ‘গণকবরের সংস্কার ও শহীদদের স্বীকৃতির বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে জবাব চাইবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।’
তিনি আরও বলেন, ‘জুলাই গণহত্যার বিচার এখনো কচ্ছপের গতিতে চলছে, যা দেশের মানুষকে হতাশ করছে। অন্তর্বর্তী সরকারের কার্যক্রম প্রশ্নবিদ্ধ ও অগ্রহণযোগ্য।’
আওয়ামী লীগকে ‘বাংলাদেশের কালসাপ’ হিসেবে অভিহিত করে জনগণকে তাদের চিহ্নিত করে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান রিফাত রশীদ। পাশাপাশি তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘মৌলিক সংস্কার ছাড়া দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না।’
গণকবর জিয়ারতের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি প্রতিনিধিদল মোহাম্মদপুর বিহারি ক্যাম্পে গিয়ে জুলাই শহীদ অটোচালক রণির পরিবারের সঙ্গে দেখা করে।