মাইলস্টোন ট্র্যাজেডি: বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন আরও এক শিক্ষার্থীর মৃত্যু

জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট
জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট | ছবি: সংগৃহীত
0

মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মাহতাব (১৪) নামে আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন আবাসিক শিক্ষক ডা. শাওন বিন রহমান। আজ (বৃহস্পতিবার, ২৪ জুলাই) সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

এর আগে, আজ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তে এখন পর্যন্ত ১৮ জন শিক্ষার্থী, ২ জন শিক্ষক এবং ২ জন অভিভাবক মৃত্যুবরণ করেছেন। ৪০ শিক্ষার্থী, ৭ শিক্ষকসহ দগ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন ৫১ জন। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছে ৫ জন।

উল্লেখ্য, গেলো ২১ জুলাই ঢাকার উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান (ফাইটার এফ-৭) বিধ্বস্ত হয়।

এসএইচ