এর আগে, আজ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তে এখন পর্যন্ত ১৮ জন শিক্ষার্থী, ২ জন শিক্ষক এবং ২ জন অভিভাবক মৃত্যুবরণ করেছেন। ৪০ শিক্ষার্থী, ৭ শিক্ষকসহ দগ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন ৫১ জন। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছে ৫ জন।
উল্লেখ্য, গেলো ২১ জুলাই ঢাকার উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান (ফাইটার এফ-৭) বিধ্বস্ত হয়।