আজ (শনিবার, ২ আগস্ট) রাজশাহীতে ওএসএইচ রিসার্চ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
সম্মেলনে শ্রম উপদেষ্টা বলেন, ‘তবে, অন্য কমিশনের থেকে শ্রম ও কর্মসংস্থান কমিশনের কাজ দ্রুত গতিতে হচ্ছে।’
তিনি বলেন, ‘আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের শ্রমখাতের উন্নয়নে এবং গবেষণাভিত্তিক নীতিনির্ধারণে কাজ করছে সরকার।’
এ সময় গবেষক, শিক্ষাবিদ, শ্রমিক নেতৃবৃন্দ, শিল্প প্রতিষ্ঠান মালিকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সম্মেলনটি দেশের সকল শ্রমখাতে জুড়ে নিরাপদ ও টেকসই কর্মপরিবেশ গঠনের পথে একটি ঐতিহাসিক পদক্ষেপ বলে বিবেচিত হচ্ছে।