বাংলাদেশ সফরে আসছেন ইতালির প্রধানমন্ত্রী

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি | ছবি : সংগৃহীত
1

আগামী ৩১ আগস্ট বাংলাদেশ সফরে আসছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। বিষয়টি নিশ্চিত করেছে দেশটির সরকার।

বাংলাদেশ ও ইতালির মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নসহ অভিবাসন, বাণিজ্য, নিরাপত্তা ও প্রতিরক্ষা খাতে পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা হতে পারে। এ সফরে তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন বলে জানানো হয়।

আরও পড়ুন:

গেলো মে মাসে বাংলাদেশ সফরে এসেছিলেন ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি। এসময় দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির বাংলাদেশ সফরের আগ্রহের বিষয়ে প্রধান উপদেষ্টাকে জানান তিনি।

মানব পাচার রোধে বাংলাদেশের সঙ্গে কাজ করতে ইতালি আগ্রহী বলেও জানা যায়।

এসএইচ