দুর্গাপূজায় বিশৃঙ্খলা দমনে কঠোর হবে সেনাবাহিনী: ফিফটিন ইস্ট বেঙ্গল অধিনায়ক

দুর্গাপূজায় সতর্ক থাকবে সেনাবাহিনী
দুর্গাপূজায় সতর্ক থাকবে সেনাবাহিনী | ছবি: সংগৃহীত
0

সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের ফিফটিন ইস্ট বেঙ্গল মেকানাইজডের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান সতর্ক করে বলেছেন, শারদীয় দুর্গাপূজার সময় কোনো দল, ব্যক্তি বা স্বার্থান্বেষী মহল যদি অপ্রত্যাশিত পরিস্থিতি বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে; সেনাবাহিনী সর্বোচ্চ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা ব্যবহার করে তা দমন করবে।

আজ (বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর কাবাড়ি স্টেডিয়াম ক্যাম্পে পুরোহিত, পূজা উদযাপন পরিষদ ও মন্দির পরিচালনা কমিটির সদস্যদের উপস্থিতিতে ঢাকা মহানগর পুলিশ, র‍্যাব, ফায়ার সার্ভিস ও আনসার সদস্যদের নিয়ে সমন্বয় সভায় এমন সতর্কতা দেন তিনি।

তিনি জানান, অপরাধীরা যে দল বা গোষ্ঠিরই হোক না কেন, তাদের কোনো ছাড় দেয়া হবে না। এছাড়া মন্দিদের বাইরে পুলিশ ও আনসারের পাশাপাশি স্বেচ্ছাসেবকদের সতর্ক থাকারও পরামর্শ দেন তিনি।

আরও পড়ুন:

তিনি বলেন, ‘বহিরাগতদের তল্লাশি করে মন্দিরে প্রবেশ করানো হবে, সিসি ক্যামেরায় হবে পর্যবেক্ষণ।’ 

এছাড়া মণ্ডপের আশপাশে যানবাহনের চাপ কমাতে পার্জিং ও ছোট দোকানপাট বসতে না দেয়া এবং নামাজের সময় উচ্চস্বরে সাউন্ডবক্স বাজানো থেকে বিরত থাকার আহ্বানও জানান লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান।

এর আগে, ডেমরা এবং ওয়ারীর কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন করেন সেনাবাহিনীর সদস্যরা।

এসএইচ