রাজশাহীর হয়রত শাহ মখদুম বিমানবন্দরের ব্যবস্থাপক দিলারা পারভীন জানিয়েছেন, ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন লাগার ঘটনায় রাত ৯টা পর্যন্ত সব বিমান চলাচল বন্ধ করা হয়েছে। এ অবস্থায় রাজশাহীর সঙ্গেও বিমান চলাচল বন্ধ আছে।
এতে বিকেল ৫টা ২০ মিনিটে ঢাকা থেকে ইউএস বাংলার একটি ফ্লাইট রাজশাহীর উদ্দেশে ছেড়ে আসার কথা থাকলেও আসতে পারেনি বলেও জানান তিনি।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে বিলম্বের কথা বলা হলেও সন্ধ্যা সাড়ে ৭টায় রাজশাহী থেকে সন্ধ্যা ৬টা ২০ মিনিটের ফ্লাইটটি বাতিল করা হয়।
আরও পড়ুন:
ফ্লাইট বাতিলের খবর যাত্রীরা আগে থেকেই জানতে পারায় কোনো ভোগান্তি হয়নি। তবে ঢাকার যাত্রীদের নিতে আসা অনেক স্বজনদের দীর্ঘক্ষণ অপেক্ষায় থাকতে দেখা গেছে।
এর আগে, ভয়াবহ এ অগ্নিকাণ্ডের পর থেকে এখন পর্যন্ত মোট ৮টি ডোমেস্টিক ও আন্তর্জাতিক ফ্লাইট ডাইভার্ট হয়ে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করে।





