হাদির জানাজা শনিবার দুপুর দুইটায়

শহিদ হাদির মরদেহ গ্রহণ করছেন অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলের শীর্ষ নেতারা
শহিদ হাদির মরদেহ গ্রহণ করছেন অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলের শীর্ষ নেতারা | ছবি: এখন টিভি
0

শনিবার (২০ ডিসেম্বর) দুপুর দুইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শরিফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হবে। আজ (শুক্রবার, ১৯ ডিসেম্বর) অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, শহিদ ওসমান হাদির জানাজায় অংশগ্রহণে আগ্রহীদের কোনো প্রকার ব্যাগ বা ভারী বস্তু বহন না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে।

একইসঙ্গে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, এসময় সংসদ ভবন ও এর আশপাশের এলাকায় ড্রোন ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ।

এর আগে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে বহনকারী বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। আজ সন্ধ্যা ৬টায় বিমানটি অবতরণ করে।

আরও পড়ুন:

জুলাই গণঅভ্যুত্থান–পরবর্তী সময়ের সবচেয়ে আলোচিত তরুণ কণ্ঠ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। বাংলাদেশ সময় রাত ৯টা ৪৫ মিনিটে থেমে যায় তার স্পন্দন, থেমে যায় এক সাহসী জীবনের সংগ্রাম।

গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে প্রকাশ্য দিবালোকে দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ওসমান হাদি। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, পরে এভারকেয়ার হাসপাতালে আইসিইউতে রাখা হয় তাকে। চিকিৎসকদের ভাষায়, তার অবস্থা ছিল ‘অত্যন্ত সংকটজনক’।

উন্নত চিকিৎসার আশায় সোমবার (১৫ ডিসেম্বর) এয়ার অ্যাম্বুলেন্সে তাকে নেয়া হয় সিঙ্গাপুরে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল; দীর্ঘ এক যাত্রা, যার শেষটা আর দেশে ফেরা হলো না। তিন দিনের জীবন-মৃত্যুর লড়াই শেষে হার মানেন এই তরুণ নেতা।

সেজু