আজ (মঙ্গলবার, ১৩ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব জানান তিনি।
ডিসি হাসান মোহাম্মদ বলেন, ‘এক সপ্তাহ অভিযান চালিয়ে ৫০ হাজারের বেশি বাংলাদেশি সিম, ২১টি ভিওআইভি গেটওয়ে, ৫টি ল্যাপটপ, বিভিন্ন ব্র্যান্ডের ৪৭টি মোবাইল উদ্ধারসহ দেশি-বিদেশি ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আরও পড়ুন:
প্রতারক চক্রের কোনো প্রতারণার স্বীকার না হওয়ার ব্যাপারে সতর্ক করে তিনি বলেন, ‘অপরিচিত বিকাশ প্রতারক চক্রের সঙ্গে কোনো লেনদেন করা যাবে না।’
ফোনের গোপন পিন বা ওটিপি কারো সঙ্গে শেয়ার না করার কথাও জানান তিনি। এসময় তিনি আরও জানান, প্রতারক চক্র চাকরির প্রলোভন দেখিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করতো। রাজধানীর উত্তরা ও বসুন্ধরা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।





