পূর্বের অপরাজনীতি থেকে শিক্ষা নিয়ে কাজ করলে গ্রহণযোগ্যতা বাড়বে এনসিপির

সাধারণ মানুষের প্রতিক্রিয়া

পূর্বের অপরাজনীতি থেকে শিক্ষা নিয়ে কাজ করলে গ্রহণযোগ্যতা বাড়বে এনসিপির | এখন
0

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আত্মপ্রকাশের পর প্রতিক্রিয়া শ্রেণির ভেদাভেদ ভুলে পূর্বের অপরাজনীতি থেকে শিক্ষা নিয়ে কাজ করতে পারলে রাজনীতির মাঠে গ্রহণযোগ্য হয়ে উঠবে তরুণ ছাত্রদের দল। পাশাপাশি মানুষের দৈনন্দিন জীবনকে প্রাধান্য দিয়ে রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন না করতে পারলে নতুন দলের ভবিষ্যত নিয়েও শঙ্কাও দেখছেন তারা। আর দলের অভ্যন্তরে ক্ষমতার ভারসাম্য ও সকল ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করলে পারলে আগামী দিনের রাজনীতিতে মুখ্য শক্তি হয়ে ওঠারও সম্ভাবনা দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

জুলাই বিপ্লবের মধ্যে দিয়ে গড়ে ওঠা নতুন দল জাতীয় নাগরিক পার্টি সেকেন্ড রিপাবলিকের ঘোষণা দিয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে শুক্রবার আত্মপ্রকাশ করেছে। জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করে হাজার বছরের ঐতিহাসিক পরিক্রমায় বঙ্গীয় ব-দ্বীপের জনগোষ্ঠী হিসেবে এক সমৃদ্ধ ও স্বকীয় সংস্কৃতি নিয়ে দলের ঘোষণাপত্র পাঠ করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

স্বাধীনতা পরবর্তী সময়ে মানুষের রাজনৈতিক আকাঙ্ক্ষা কতটুকু বাস্তবায়ন হয়েছে তা নিয়ে সাধারণ মানুষের মাঝে আছে মতভেদ। তাই এত এত দলের ভিড়ে তরুণ শিক্ষার্থীদের হাতে গড়ে ওঠা দল নিয়ে জনমানুষের প্রতিক্রিয়া, শ্রেণির ভেদ ঠেলে পূর্বের অপরাজনীতি থেকে শিক্ষা নিয়ে কাজ করলেই রাজনীতিতে গ্রহণযোগ্য হয়ে উঠবে তরুণরা।

মানুষের দৈনন্দিন জীবনকে প্রাধান্য দিয়ে রাজনৈতিক কর্মসূচি না করতে পারলে নতুন এ দলের ভবিষ্যতে নিয়েও আশংকা আছে সাধারণ মানুষের।

শিক্ষার্থীদের রাজনৈতিক দল নিয়ে এই রাজনৈতিক বিশ্লেষক বলছেন, নতুন দলটিতে নানামুখী মতাদর্শের সম্মিলন থাকলেও সেটি দলের অভ্যন্তরে কার্যকর করতে না পারলে হুমকিতে পড়বে দলটির ভবিষ্যৎ।

রাজনৈতিক বিশ্লেষক রাশেদা রওনক বলেন, ‘তারা একটি অভ্যুত্থান ঘটাতে পেরেছে। সেখান থেকে তাদের একটা সম্ভাবনার জায়গা তৈরি হওয়ার চান্স আছে। যদি তারা এখন যে প্রক্রিয়ার মধ্য দিয়ে তাদের রাজনৈতিক কার্যক্রম শুরু করবে সেটা যেন স্বচ্ছ ও সমতার ভিত্তিতে হয়।’

নবীন হলে রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দেয়ার সাথে দলের ক্ষমতার ভারসাম্য ও সকল ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করলে পারলে আগামী দিনের রাজনীতিতে মুখ্য শক্তি হয়ে ওঠারও সম্ভাবনা দেখছেন তিনি।

তিনি বলেন, ‘যত দ্রুত এ চ্যালেঞ্জগুলো ম্যাচিউরিটির সঙ্গে মুখোমুখি হতে পারবে তত তাড়াতাড়ি তারা জনগণের মাঝে জায়গা করে নিতে পারবে।’

পুরনো রাজনৈতিক বন্দোবস্তে না গিয়ে ছাত্রদের নতুন দল গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে সকল পথ ও মতের মানুষদের সাথে নিয়ে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়বে এমনটাই মনে করছেন সাধারণ মানুষ।

এএইচ