আজ (বুধবার, ১০ ডিসেম্বর) বেলা ১১টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সদস্যসচিব আখতার হোসেন। এ সময় দলীয় নেতারা জানান, আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখা আল মামুনকে বিবেচনায় নিয়েই তাকে রংপুর-১ আসনে মনোনয়ন দেয়া হয়েছে।
প্রাথমিক তালিকা অনুযায়ী- আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের প্রথম সারির নেতাদের মধ্যে ঢাকা-১১ আসন থেকে লড়বেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ঢাকা-১১ আসনের বিএনপির প্রার্থী এম এ কাইয়ুম।
অন্যদিকে পঞ্চগড়-১ আসন থেকে লড়বেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। কুমিল্লা-৪ আসন থেকে লড়বেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। নোয়াখালী-৬ আসন থেকে লড়বেন এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ। নরসিংদী-২ আসন থেকে লড়বেন দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার।
আরও পড়ুন:
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১২৫টি আসনে প্রার্থী ঘোষণা করেছে এনসিপি।
দলটি জানায়, পরবর্তীতে বাকি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। তবে দলটি প্রার্থীদের চূড়ান্ত করার ক্ষেত্রে পরিবারকেন্দ্রিক নেতৃত্বকে চ্যালেঞ্জ জানিয়ে ‘রাষ্ট্র সংস্কার পন্থি, পেশাজীবী, শিক্ষিত ও নীতিনিষ্ঠ তরুণদের’ প্রাধান্য দিয়েছে।
গত ৬ নভেম্বর মনোনয়ন ফরম বিক্রি শুরু করলেও মনোনয়নপ্রত্যাশীদের আগ্রহ বিবেচনায় ২০ নভেম্বর পর্যন্ত সময় বাড়ানো হয়। এসময় এক হাজার ৪৮৪টি মনোনয়ন ফরম বিক্রি করে তারা।





