পারভেজের কবর জিয়ারতে ভালুকায় ছাত্রদল সভাপতি

কবর জিয়ারতে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব
কবর জিয়ারতে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব | ছবি: সংগৃহীত
0

ছুরিকাঘাতে নিহত প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল কর্মী পারভেজের কবর জিয়ারত করেছে ছাত্রদলের নেতারা। আজ (বৃহস্পতিবার, ২৪ এপ্রিল) দুপুরে স্থানীয় নেতাকর্মীদের সাথে নিয়ে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব নিহত পারভেজের গ্রামের বাড়ি ভালুকার কাইচান গ্রামে যান। সেখানে পারভেজের মা-বাবাসহ পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন।

পরে পারভেজের কবর জিয়ারত শেষে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, 'পারভেজের খুনিদের বাঁচাতে প্রভাব বিস্তার করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতারা। তাদের নেতাকর্মীদের যেন আসামি না করা হয় এজন্য বানানী থানায় চাপ প্রয়োগ করে তারা।'

তিনি বলেন, 'গভীর রাতে সংবাদ সম্মেলন করে পক্ষ নেয় খুনিদের। এটি তাদের নিজস্ব আচরণ। খুনিদের প্রশ্রয় দেয়া কখনই কাম্য হতে পারে না।'

ছাত্রদল সভাপতি বলেন, 'আশাকরি বৈষম্যবিরোধী ছাত্রনেতাদের বোধোদয় হবে। তারা পারভেজ হত্যার বিচারের পক্ষে ভূমিকা রাখবে।'

পারভেজের পরিবারকে হুমকি দেয়া হচ্ছে বলে দাবি করে সরকারকে নিরাপত্তা দেয়ার আহ্বান জানান ছাত্রদল সভাপতি।

তিনি আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্য করে বলেন, 'আপনারা সক্রিয় হোন। খুনিদের ধরে শাস্তির ব্যবস্থা করেন। পারভেজের পরিবারকে নিরাপত্তা দেন। তাদের নানাভাবে হুমকি দিচ্ছে। পারভেজের পরিবারের কিছু হলে ছাত্রদলের নেতাকর্মীরা বসে থাববে না।'

এর আগে ভালুকায় পারভেজের খুনিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিলে যোগ দেন ছাত্রদল সভাপতি। মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা থানার সমানে থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিরুনীয়া মোড়ে শেষ হয়।

এদিকে পারভেজ হত্যায় জড়িতদের দ্রুত বিচার চান স্থানীয়রাও। পাশাপাশি পারভেজের নামে বনানীতে একটি চত্বর এবং ভালুকা-বিরুনীয়া সড়কের নামকরণের দাবি জানান তারা।

এর আগে রোববার (২০ এপ্রিল) প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার ঘটনায় বনানী থানায় ৮ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৫০-৬০ জনকে আসামি করে মামলা করেছে তার পরিবার। রোববার ভোরে এ মামলা করা হয়।

বিস্তারিত পড়তে:

পরিবার জানায়, প্রথম দফা ঘটনার পর ঝুঁকি আঁচ করতে পেরে প্রশাসনের কাছে নিরাপত্তা চেয়েছিল পারভেজ। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তা এড়িয়ে যায়। এসময় প্রশাসনের কাছে পারভেজ হত্যায় জড়িত ৩ জনের সর্বোচ্চ শাস্তি দাবি করে পরিবার।

শনিবার (১৯ এপ্রিল) বিকেলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের এক পর্যায়ে পারভেজের বুকে ধারালো বস্তু দিয়ে আঘাত করা হলে তার মৃত্যু হয়।

সেজু