করিডোর নিয়ে জনগণের সঙ্গে কানামাছি খেলছে সরকার: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী | ছবি: এখন টিভি
0

‘মানবিক করিডোর’ নিয়ে জনগণের সঙ্গে কানামাছি খেলছে সরকার, তাতে সন্দেহ বাড়ছে—এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ (রোববার, ৪ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এই মন্তব্য করেন তিনি।

রুহুল কবির রিজভী বলেন, ‘আজ মানবিক করিডোরের কথা বলছেন, সেটাও লুকিয়ে লুকিয়ে বলতে হচ্ছে। আপনার জনগণের ম্যান্ডেট নেই, আপনি নির্বাচিত নন, আজকে সবদিক থেকে এ কথা ধ্বনিত হচ্ছে। এটার প্রতিক্রিয়া কী হবে? আমাদের সার্বভৌমত্বের অবস্থা কোথায় দাঁড়াবে, এটা জনগণের কাছে কোনোভাবেই খোলাসা করেননি।’

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে রিজভী বলেন, ‘অনির্বাচিত সরকার অনেক গণবিরোধী সিদ্ধান্ত নেয়, কিন্তু আপনার সরকারের প্রতি প্রত্যেকটি গণতন্ত্রে অংশগ্রহণকারী রাজনৈতিক দল সমর্থন দিয়েছে। কিন্তু এই সমর্থনে আপনাদের যে বলীয়ান হওয়ার কথা, সেই বলীয়ান আপনারা হতে পারেননি। কারণ জনগণের সঙ্গে আপনারা কানামাছি খেলা খেলছেন, লুকোচুরি করছেন। এই কানামাছি খেলতে গিয়ে জনগণের কাছে সন্দেহের চোখে পড়ছেন।’

এসময়, নির্বাচন নিয়ে টালবাহানা করছে সরকার—এমন দাবিও করেন বিএনপির এই শীর্ষ নেতা।

এসএইচ