বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দিলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সম্মান রক্ষা হবে কি না, তা নিয়ে বিএনপি সন্দিহান। এ ছাড়া দ্রুত সময়ের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথ গ্রহণের ব্যবস্থা করা না হলে সূচনা হতে পারে বড় আন্দোলনের—এমন হুঁশিয়ারিও দেন তিনি।
সোমবার (১৯ মে) বিকেলে সিলেট জেলা শিল্পকলা অ্যাকাডেমিতে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে সালাহউদ্দিন আহমেদ এসব কথা বলেন।
নির্বাচনের কথা বললে অন্তর্বর্তী সরকার নারাজ হয়, এমনটা উল্লেখ করে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে নির্বাচিত সরকারের বিকল্প নেই।’
এ ছাড়াও রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনার কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।