গায়ের জোরে সরকার ইশরাককে মেয়র হতে দিচ্ছে না: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী | ছবি: সংগৃহীত
0

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অন্তর্বর্তী সরকার গায়ের জোরে ইশরাক হোসেনকে শপথ নিতে দিচ্ছে না। আজ (মঙ্গলবার, ২০ মে) দুপুরে ‘আমরা বিএনপি পরিবারের’ পক্ষ থেকে জুলাই অভ্যুত্থানে আহত স্বেচ্ছাসেবক দল কর্মী রাকিবুল হাসানকে দেখতে গিয়ে এ কথা বলেন তিনি।

রিজভী আহমেদ বলেন, ‘আদালতের রায় থাকার পরও ইশরাককে শপথ নিতে দেয়া হচ্ছে না। প্রকৃত কাজ রেখে অন্য কাজে বেশি মনোযোগী তারা।’

তিনি বলেন, ‘জনগণের প্রতি দায়বদ্ধতা থাকলে সবার আগে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হতো।’

অভিযোগ করে তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ন্যায্য দাবি নিয়ে যমুনার সামনে গেলে তাদের ওপর পুলিশি আক্রমণ করা হয়।’

সরকারের কর্মকাণ্ড পতিত শেখ হাসিনার সঙ্গে মিলে যায় বলেও মন্তব্য করেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা।

সেজু