‘দেশে আবারো ১/১১ এর মত পরিস্থিতি তৈরির ষড়যন্ত্র চলছে’

ফরিদপুরে এনসিপি আয়োজিত ‘জনতার সংলাপ’ অনুষ্ঠান
ফরিদপুরে এনসিপি আয়োজিত ‘জনতার সংলাপ’ অনুষ্ঠান | ছবি: সংগৃহীত
0

দেশে আবারও ১/১১ এর মত পরিস্থিতি তৈরির ষড়যন্ত্র চলছে; চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি বন্ধ না হলে জুলাই আন্দোলনের লক্ষ্য-উদ্দেশ্য ব্যাহত হবে। শনিবার (২৪ মে) ফরিদপুর প্রেসক্লাবে জেলা কমিটি গঠনের লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত ‘জনতার সংলাপ’ অনুষ্ঠানে পার্টির কেন্দ্রীয় সদস্য ও অঞ্চল তত্ত্বাবধায়ক মো. আবদুর রহমান তার বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, ‘জুলাই বিপ্লবের অর্জন সমুন্নত রাখতে প্রয়োজনে ছাত্র-জনতা আবারও রাজপথে নামবে।’

এ সময় আরো বক্তব্য রাখেন— এনসিপির কেন্দ্রীয় সদস্য সৈয়দা নিলীমা দোলা, তৌহিদ আহমেদ আশিক, রাকিব হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ফরিদপুরের সমন্বয়ক সোহেল রানা, আনিচুর রহমান সজলসহ আরো অনেকে।  

প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস এর পদত্যাগের গুঞ্জণ প্রসঙ্গে তিনি বলেন, ‘সংস্কার ও  ফ্যাসিস্টদের বিচার সম্পন্ন করার পর একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন আয়োজনের পরেই কেবল দায়িত্ব থেকে অব্যাহতি পেতে পারেন, তার আগে নয়।’ 

সংলাপে জুলাই বিপ্লবে সরাসরি সম্পৃক্ততা ছিল না এমন লোকদেরকে এনসিপির কমিটিতে যুক্ত না করার আহ্বান জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ফরিদপুরের নেতারা।

এসএইচ