'সুষ্ঠু ভোট হলে শেখ হাসিনা গোপালগঞ্জ আসন থেকেও হয়তো নির্বাচিত হতে পারতেন না'

বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন
বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন | ছবি: সংগৃহীত
0

বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, শেখ হাসিনা দেশের বৈধ প্রধানমন্ত্রী ছিলেন না। কোটালীপাড়া-টুঙ্গিপাড়া এলাকায় তার যেসব চামচা ছিলেন, যারা নেতাকর্মী ছিলেন, তারা ভোটের বাক্স ভরে দিয়েছেন। এটা কি নির্বাচন হলো? এটা কি গণতন্ত্র হলো? তিনি বলেন, 'শেখ হাসিনা মানুষের ভোটাধিকারে বিশ্বাস করেন না। দেশে সুষ্ঠু ভোট হলে তিনি গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসন থেকে হয়তো নির্বাচিত হতে পারতেন না।'

আজ (রোববার, ১ জুন) গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা ও পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, 'আমি তাকে চ্যালেঞ্জ দিয়ে বলেছিলাম, আপনি কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ায় কত পার্সেন্ট ভোট পেয়েছেন? ভোটের সেই মুড়িগুলো দেখান। যদি দেখাতে পারেন, তাহলে আমি রাজনীতি ছেড়ে আপনার গোলামী করবো। আর যদি না দেখাতে পারেন, তাহলে আপনি প্রধানমন্ত্রীর পথ থেকে সরে গিয়ে আমাদের দেশকে বাঁচান। তিনি আমার চ্যালেঞ্জ গ্রহণ করেননি।'

ড. আসাদুজ্জামান রিপন বলেন, 'গণতন্ত্র মনে রাখতে হবে, গণতন্ত্র জাতীয় জীবনেও থাকতে হবে। গণতন্ত্র থাকলে পালাতে হয় না। গণতান্ত্রিকভাবে নির্বাচিত কোনো প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালিয়ে যায় না। যে শাসক গণতান্ত্রিকভাবে নির্বাচিত হন, যারা জনগণকে বিশ্বাস করেন, জনগণকে তোয়াক্কা করেন, জনগণ তখন তাদের সম্পদে পরিণত হয়। তাদের পালাতে হয় না। যেমন আমার নেত্রী বেগম খালেদা জিয়া পালাননি। ১/১১-এর সময় তার ওপর চাপ ছিল। তাকে দেশ ছেড়ে চলে যেতে বলা হয়েছিল। কিন্তু তিনি দেশ ছেড়ে যাননি।'

অন্তর্বর্তী সরকারের প্রধানকে উদ্দেশ্য করে তিনি বলেন, 'সংস্কারের কথা বলে আর কালক্ষেপণ করবেন না। দ্রুত আগামী জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। আগামীকাল সোমবার (২ জুন) বিএনপির সাথে আপনার সংলাপ অনুষ্ঠিত হবে। আশা করি এই সংলাপের পর আপনি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবেন।'

সম্মেলনের প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী। তিনি বলেন, 'বিএনপি এরইমধ্যে রাষ্ট্র সংস্কার ও মেরামতের জন্য ৩১ দফা পেশ করেছে। আপনারা সবাই এই ৩১ দফা সম্পর্কে ধারণা রাখবেন। এই ৩১ দফাই হচ্ছে বাংলাদেশের মানুষের মুক্তির সনদ।'

কোটালীপাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক এস এম মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনের আলোচনা সভায় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান, সেলিমুজ্জামান সেলিম, জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান, কোটালীপাড়া উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল বাশার হাওলাদার, যুগ্ম আহ্বায়ক ফায়েকুজ্জামান, পৌর বিএনপির আহ্বায়ক ইউসুফ আলী দাড়িয়া, সদস্য সচিব ওলিউর রহমান হাওলাদারসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেন, 'সুষ্ঠু নির্বাচন না হওয়া পর্যন্ত দেশের কোনো সমস্যার সমাধান হবে না। সেই কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দলসহ ৫০টিরও অধিক রাজনৈতিক দল আজ ভোটাধিকার চায়, নির্বাচন চায়।'

তিনি বলেন, 'নির্বাচনের একটি সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা চায়। কারণ, সংস্কারের কথা যদি বলেন, তাহলে বলব বিএনপিই প্রথম সংস্কারের কথা বলেছিল। কেননা শেখ হাসিনার আমলে যখন মানুষকে গুম করা হচ্ছিল, খুন করা হচ্ছিল, তখন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান দেশ সংস্কারের জন্য ২৭ দফা ঘোষণা করেছিলেন। আজ সেই ২৭ দফাই ৩১ দফায় পরিণত হয়েছে।'

সেজু