লক্ষ্মীপুরে মাওলানা কাউসারের হত্যাকারীদের শাস্তি নিশ্চিতের আহ্বান জামায়াত আমিরের

জামায়াতে ইসলামীর আমির  ডা. শফিকুর রহমান
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান | ছবি: জামায়াত আমিরের ফেসবুক
0

লক্ষ্মীপুরে ইমাম মাওলানা কাউসার হোসেন মিলনের হত্যাকারীদের পাকড়াও করে উপযুক্ত শাস্তি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ (শুক্রবার, ৬ জুন) সন্ধ্যায় তার ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে এক পোস্টের মাধ্যমে এ আহ্বান জানান তিনি।

পোস্টে জামায়াত আমির লেখেন, ‘লক্ষ্মীপুরে ইমাম মাওলানা কাউসার হোসেন মিলনের হত্যাকারীদের পাকড়াও করে উপযুক্ত শাস্তি নিশ্চিত করুন।সন্ত্রাসী যে দলেরই হোক, কোনভাবেই যেন সে রেহাই না পায়।’

জামায়াত আমিরের ফেসবুক পোস্ট |ছবি: জামায়াত আমিরের ফেসবুক

পোস্টে তিনি আরো লেখেন, ‘আল্লাহ তাআলা মাওলানা কাউসার হোসেন মিলনকে ক্ষমা করুন, তাঁর ওপর রহম করুন এবং জান্নাতুল ফিরদাউসের উঁচু মাকাম দান করুন।’

সবশেষে তিনি তার এ পোস্টে নিহতের পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও সহকর্মীদের জন্য আল্লাহর নিকট দোয়া প্রার্থনা করেছেন।

এসএইচ