‘আগামী নির্বাচনে ইসলামি দলগুলোর সঙ্গে জামায়াত বৃহৎ ঐক্যের চেষ্টা করছে’

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার | ছবি: সংগৃহীত
0

আগামী নির্বাচনকে ঘিরে ইসলামি দলগুলোর সঙ্গে বৃহৎ ঐক্য করার চেষ্টা করছে জামায়াতে ইসলামী। এ ছাড়া, দলগুলোর সাথে আসন বণ্টন নিয়েও আলোচনা-মতবিনিময় চলছে বলে জানান দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

আজ (শুক্রবার, ১৩ জুন) সকালে চট্টগ্রামের সাতকানিয়া লোহাগাড়া আসনে দলীয় প্রার্থী ঘোষণা অনুষ্ঠানে এ কথা জানান তিনি। 

তিনি আরো জানান, আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর একটি বড় ঐক্য দেশের মানুষ দেখবে। 

এসময় কিছু রাজনৈতিক দল নির্বাচনের সময় এগিয়ে আনতে সরকারকে চাপ দেয়ার বিষয়ে কঠোর সমালোচনা করেন তিনি। এ ছাড়াও শুধু জাতীয় নির্বাচন নয়, স্থানীয় নির্বাচনও অন্তর্বর্তী সরকারের অধীনে করার দাবি জানান মিয়া গোলাম পরওয়ার।  

গোলাম পরওয়ার বলেন, ‘অন্তর্বর্তী সরকার একটি অবাধ, গ্রহনযোগ্য নির্বাচনের জন্য সংস্কার কাজ করছে, এ জন্য সময় প্রয়োজন। কিছু রাজনৈতিক দল নির্বাচনের সময় এগিয়ে নিতে সরকরকে চাপ দিচ্ছে।’

তিনি বলেন, ‘কিন্তু এ সরকার সংস্কার না করলে কোন দলীয় সরকারের পক্ষে রাজনৈতিক চিন্তার বাইরে গিয়ে সংস্কার করা সম্ভব হবে না। এতে অন্তবর্র্তী সরকার ব্যার্থ হবে, জুলাই এর স্বপ্নও ভেস্তে যাবে। তাই জামায়াতে ইসলামী সরকারের ওপর পূর্ণ আস্থা রেখে সহযোগীতা করছে।’

তিনি আরো বলেন, ‘দলীয় সরকারের অধীনে সুষ্ঠুভাবে স্থানীয় নির্বাচন করাও সম্ভব নয়, কারণ স্থানীয় নির্বাচনে নানা পক্ষ সহজেই প্রভাব বিস্তার করে। তাই স্থানীয় নির্বাচনও অন্তর্বতী সরকারের অধীনে হওয়া উচিত।’ 

দেশের অভ্যন্তরীন বিষয়ে প্রতিবেশী দেশের হস্তক্ষেপের সমালোচনা করে জামায়াত সেক্রেটারি বলেন, ‘দেশে গত ১৭ বছর দুঃশাসনের জন্য শুধু ফ্যাসিস্ট আওয়ামী লীগ নয়, পাশের দেশও দায়ী। দেশে কখন কী হবে তা আাগে থেকেই ঠিক করে দেয়া হতো। আগামীতে এমন সরকারকে দেশের মানুষ  ক্ষমতায় দেখতে চায়, যারা বিদেশিদের কাছে বন্দী হবেনা।’ 

এসময় চট্টগ্রাম ১৫ সাতকানিয়া লোহাগাড়া আসনে শাহজাহান চৌধুরীকে দলীয় প্রার্থী ঘোষণা করা হয়।


এসএইচ