মির্জা ফখরুল বলেন, ‘অভ্যুত্থানের মাধ্যমে দেশ বিনির্মাণে যে নতুন সুযোগ তৈরি হয়েছে, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে তা কাজে লাগাতে হবে।’
এ সময় তিনি অন্তর্বর্তী সরকারের কাজের প্রশংসা করে ফ্যাসিবাদবিরোধী সকল রাজনৈতিক দলকে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান।
তারুণ্যের নেতৃত্বে শিক্ষার্থীদের নতুন দল এনসিপিসহ ৫ আগস্টের পর জন্ম নেয়া সকল দলকে বিএনপি স্বাগত জানায় বলেও মন্তব্য করেন তিনি।
এছাড়া ফ্যাসিবাদবিরোধী সব শক্তিকে নিয়ে জাতীয় ঐকমত্যের সরকার গঠিত হবে বলে তার প্রত্যাশা ব্যক্ত করেন দলের যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।