‘শুধু কথা-আলোচনায় সংস্কার সম্ভব নয়, মানসিকতারও পরিবর্তন প্রয়োজন’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর | ছবি: সংগৃহীত
0

শুধু কথা বা আলোচনার মাধ্যমে সংস্কার সম্ভব নয়, মানসিকতারও পরিবর্তন আনতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ (শনিবার, ২১ জুন) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীর পুনর্মিলনীতে তিনি এমন মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, ‘অভ্যুত্থানের মাধ্যমে দেশ বিনির্মাণে যে নতুন সুযোগ তৈরি হয়েছে, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে তা কাজে লাগাতে হবে।’ 

এ সময় তিনি অন্তর্বর্তী সরকারের কাজের প্রশংসা করে ফ্যাসিবাদবিরোধী সকল রাজনৈতিক দলকে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান। 

তারুণ্যের নেতৃত্বে শিক্ষার্থীদের নতুন দল এনসিপিসহ ৫ আগস্টের পর জন্ম নেয়া সকল দলকে বিএনপি স্বাগত জানায় বলেও মন্তব্য করেন তিনি।

এছাড়া ফ্যাসিবাদবিরোধী সব শক্তিকে নিয়ে জাতীয় ঐকমত্যের সরকার গঠিত হবে বলে তার প্রত্যাশা ব্যক্ত করেন দলের যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

এসএইচ