রাঙামাটিতে এনসিপির সমাবেশের পরেই ছাত্রদলের বিক্ষোভ মিছিল

রাঙামাটিতে ছাত্রদলের বিক্ষোভ
রাঙামাটিতে ছাত্রদলের বিক্ষোভ | ছবি: এখন টিভি
0

রাঙামাটিতে এনসিপির পদযাত্রার সমাবেশের পরেই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ছাত্রদল। বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদকে নিয়ে কক্সবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর 'কুরুচিপূর্ণ' বক্তব্য দেয়ার প্রতিবাদে এ বিক্ষোভ করে সংগঠনটি।

আজ (রোববার, ১৯ জুলাই) দুপুর ২টা ১০ মিনিটে পূর্ব নির্ধারিত পদযাত্রার সমাবেশ শেষ করে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা শুরু করেন এনসিপির নেতারা।

এরপরই পৌনে তিনটায় রাঙামাটি শহরের কাঠালতলী বিএনপি কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করেন ছাত্রদল নেতাকর্মীরা। পরে তারা বনরূপায় এসে সংক্ষিপ্ত সমাবেশ করেন।

ছাত্রদলের বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন রাঙামাটি জেলা ছাত্রদলের সভাপতি ফারক আহমদ সাব্বির ও সাধারণ সম্পাদক আলী আকবর সুমন।

সমাবেশে ছাত্রদলের সভাপতি ফারক আহমদ সাব্বির বলেন, ‘এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যের কারণে এনসিপি নেতারা গতকাল কক্সবাজার থেকে ধাওয়া খেয়ে পালিয়েছেন। তার বক্তব্য একটি সভ্য রাজনৈতিক ও গণতান্ত্রিক রাষ্ট্রে কেউ আশা করে না।’

তিনি বলেন, ‘সালাহউদ্দিন আহমেদকে নিয়ে বক্তব্য দেয়ায় রাঙামাটির ছাত্রসমাজ ক্ষুব্ধ হয়েছে। রাঙামাটি জেলা ছাত্রদলের পক্ষ থেকে তাদেরকে (এনসিপি) ১০ মিনিটের সময় বেধে দিয়েছিলাম। ধন্যবাদ জানাই ১০ মিনিটের আগেই তারা রাঙামাটি ত্যাগ করে পালিয়েছে।’

সেজু