হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আমরা চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলি, কিন্তু এটা দুঃখজনক বিষয় যে, আমাদের নাম পরিচয় ব্যবহার করে, এনসিপির ব্যনারকে ব্যবহার করে অনেকেই চাঁদাবাজিতে যুক্ত হচ্ছেন। আমরা মুখে মুখে বলবো নতুন রাজনৈতিক বন্দোবস্ত, কিন্তু আপনি গিয়ে করবেন চাঁদাবাজি, এগুলো আমরা বরদাশত করবো না। এই চাঁদাবাজদের অভয়াশ্রম এনসিপি হবে না।’
এ সমাবেশে দুর্নীতি, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
আজ বিকেলে ময়মনসিংহে শহিদ সাগর চত্তর থেকে এ পদযাত্রা শুরু করেন এনসিপির নেতাকর্মীরা। এসময় বিভিন্ন সড়ক ঘুরে নগরীর টাউন হল মাঠে শেষ হয় পদযাত্রা। পরে সেখানেই শুরু হয় সমাবেশ।
নতুন বাংলাদেশ গড়তে এনসিপির নেতাকর্মীদের পদে পদে বাধা দেয়া হচ্ছে বলেও সমাবেশে অভিযোগ করেন কেন্দ্রীয় নেতারা। এনসিপি নতুন বন্দোবস্তের কথা বললেও যারা দলের নাম ব্যবহার করে চাঁদাবাজি করছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন নেতারা।
এর আগে, দিনের শুরুতে জামালপুর ডাকবাংলোয় জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবারের সদস্য ও আহতদের সঙ্গে সাক্ষাৎ করেন দলটির নেতাকর্মীরা। এনসিপির পদযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে ফৌজদারী মোড়ে সমাবেশ করেন তারা।