ক্ষোভ প্রকাশ করে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘ধানমন্ডি ছেড়ে গুলশানে লাইন দিচ্ছেন সরকারি কর্মকর্তারা।’
তিনি বলেন, ‘জনগণ নির্বাচনে খেলোয়াড়ের ভূমিকা পালন করবে আর আম্পায়ারের ভূমিকা পালন করবে প্রশাসন। এ ধরনের গেম চেঞ্জের কথাই বলছে এনসিপি।’
মিডিয়া উদ্দেশ্যপ্রণোদিতভাবে গণঅভ্যত্থানের প্রথম সারির নেতাদের চরিত্র হরণের কাজ করছে বলেও এ সময় অভিযোগ করেন জাতীয় নাগরিক পার্টির এই নেতা।
হাসনাত আবদুল্লাহ বলেন, ‘মিডিয়া দিয়ে চরিত্র হনন করেও কেনা যাবে না।’
আরও পড়ুন:
এ সময় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘দেশের কোনো ব্যবসায়ী বা রাজনীতিবিদ হাসনাত আবদুল্লাহ বা তার নেতৃবৃন্দের ১ টাকার দুর্নীতি দেখাতে পারলে রাজনীতি থেকে ইস্তফা দিয়ে দেবো।’
এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক বলেন, ‘নির্বাচন যখনই হোক তাতে অসুবিধা নেই। তবে অবশ্যই গণপরিষদ নির্বাচন রুলস অব গেমস চেঞ্জের নির্বাচন হতে হবে।’