রাজনৈতিক দল হিসেবে বিএনপি-জামায়াতের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা থাকবে: মোহাম্মদ তাহের

নায়েবে আমির আবদুল্লাহ মুহাম্মদ তাহের
নায়েবে আমির আবদুল্লাহ মুহাম্মদ তাহের | ছবি: এখন টিভি
0

বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল হিসেবে বিএনপি-জামায়াতের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা থাকবে তবে সুস্থ প্রতিদ্বন্দ্বিতা বজায় রাখতে আহ্বান জানান জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

আজ (বুধবার, ২০ আগস্ট) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখতে এসে এ কথা বলেন তিনি। বর্তমান রাজনৈতিক অনিশ্চয়তা কাটাতে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা দরকার আছে বলেও জানান তিনি।

এ সময় তিনি বলেন ‘বিএনপির সঙ্গে তাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় আছে।’ দেশ ও জাতির জন্য মির্জা ফখরুলের মতো বিজ্ঞ ও দেশপ্রমিক রাজনীতিবিদ প্রয়োজন আছে মন্তব্য করে মহাসচিবের সুস্থতা কামনা করেন। এ সময় তিনি জানান মির্জা ফখরুল সুস্থ আছে এবং হাসপাতাল থেকে চিকিৎসা শেষে তিনি বাসায় রয়েছেন।

এএইচ