‘গণতন্ত্র এখনো পুনরুদ্ধার হয়নি, সামনে দীর্ঘ বিপদসংকুল পথ রয়েছে’

কথা বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী
কথা বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী | ছবি: এখন টিভি
0

গণতন্ত্র এখনো পুনরুদ্ধার হয়নি, সামনে দীর্ঘ বিপদসংকুল পথ রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ (বুধবার, ২০ আগস্ট) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘রাজনৈতিক সংকট সবসময়ই থাকবে, তবে বিএনপি এ সংকট কাটিয়ে উঠতে সক্ষম।’

এ সময় নজরুল ইসলাম খান অভিযোগ করেন, জনগণের মতামত ছাড়াই পিআর পদ্ধতি চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। যার কোনো জনভিত্তি নেই। আর কীভাবে পিআর পদ্ধতি বাস্তবায়ন হবে তাও বলা ১ সেপ্টেম্বর সূরা ফাতেহা পাঠ সহ সাত দিনের কর্মসূচি ঘোষণা করা হয়।

এএইচ