তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির আনন্দ মিছিল

বিএনপির আনন্দ মিছিল
বিএনপির আনন্দ মিছিল | ছবি: এখন টিভি
0

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ (মঙ্গলবার, ২৩ ডিসেম্বর) বিকেলে উপজেলার আড়াইবাড়ি দরবার শরীফ প্রাঙ্গণ এলাকা থেকে জেলা বিএনপির নির্বাহী সদস্য কবীর আহমেদ ভূঁইয়ার পক্ষে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করে।

আনন্দ মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় পৌর সুপার মার্কেটের সামনে গিয়ে শেষ হয়। এরপর সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখানে সমাবেশে অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন কসবা উপজেলা বিএনপির সভাপতি ফখর উদ্দিন আহমদ খান, সাধারণ সম্পাদক শরিফুল হক স্বপন, বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন কামাল, পৌর বিএনপির সভাপতি শফিকুল ইসলাম শফিক প্রমুখ।

আরও পড়ুন:

এ সময় বক্তারা বলেন, আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কবীর আহমেদ ভূঁইয়ার নেতৃত্বে কসবা ও আখাউড়া থেকে হাজার হাজার নেতাকর্মী ঢাকায় অবস্থান করবেন। এজন্য সবধরনের প্রস্তুতি নেয়া হচ্ছে।

এছাড়াও বক্তারা ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের মনোনয়ন পুনর্বিবেচনা করে কবীর আহমেদ ভূঁইয়াকে দেয়ার দাবি জানান।

সেজু