এনডিএম ছেড়ে বিএনপিতে ববি হাজ্জাজ; ঢাকা-১৩ আসনে মনোনয়ন জমা

ঢাকা-১৩ আসনে মনোনয়ন জমা দিয়েছেন ববি হাজ্জাজ
ঢাকা-১৩ আসনে মনোনয়ন জমা দিয়েছেন ববি হাজ্জাজ | ছবি: এখন টিভি
0

কৌশলগত কারণে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) থেকে পদত্যাগ করে বিএনপির ধানের শীষ প্রতীকে নির্বাচন করার কথা জানিয়েছেন এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ। ঢাকা-১৩ আসনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি। শুধু এনডিএম নয়, বিএনপির সমর্থনও তার সঙ্গে আছে বলে জানান ববি।

আজ (সোমবার, ২৯ ডিসেম্বর) সকালে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. ইউনুচ আলী হাতে মনোনয়নপত্র জমা দেন তিনি। এসময় তার সঙ্গে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:

ববি হাজ্জাজ বলেন, ‘নিশিরাতে ষড়যন্ত্র করে আরপিও সংশোধন করার কারণেই নিজ দল থেকে পদত্যাগ করে বিএনপির প্রতীকে নির্বাচন করতে হচ্ছে। নির্বাচনের নিরপত্তা নিয়ে এখনো শঙ্কা কাটেনি। সারা দেশের মানুষের মাঝেও অস্থিরতা আছে।’

তাই নির্বাচন ও গণতান্ত্রিক সরকার প্রয়োজন বলে দাবি করেন ববি হাজ্জাজ। এসময় আচরণবিধি মেনেই মনোনয়নপত্র জমা দেয়া হয়েছে বলেও জানান তিনি।

কৌশলগত কারণে ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন জানিয়ে তিনি বলেন, ‘আমরা জোটে ছিলাম, জোটে আছি। বিএনপির নেতাকর্মীরা শুরু থেকেই আমাদের সহযোগিতা করছে। কৌশলগত কারণে আমরা এক মার্কায় নির্বাচন করবো। প্রথম থেকেই বিএনপি নেতাকর্মীরা সহযোগিতা করছেন।’

গত ২৪ ডিসেম্বর এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজ নিজ দল ত্যাগ করে বিএনপিতে যোগ দেন।

আরও পড়ুন:

এসএইচ