দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে দল ঘোষণা অস্ট্রেলিয়ার

ক্রিকেট অস্ট্রেলিয়া
ক্রিকেট অস্ট্রেলিয়া | ছবি: সংগৃহীত
0

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন হোম সিরিজকে সামনে রেখে টি-টোয়েন্টি ও ওয়ানডে দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। আগামী ১০ আগস্ট থেকে শুরু ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এরপর রয়েছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়েছেন জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক, এ্যারন হার্ডি, কুপার কনোলি ও জেভিয়ার বার্টলেট।

দলে ডাক পেয়েছেন তরুণ অল-রাউন্ডার মিচেল ওয়েনও ফাস্ট বোলার ল্যান্ড মরিস। এছাড়া দলে ফিরেছেন ট্রাভিস হেড ও জস হ্যাজেলউড। পিঠের ইনজুরি কাটিয়ে সুস্থ হয়ে উঠেছেন ম্যাট শর্ট। বিশ্রামে থাকবেন প্যাট কামিন্স ও ফাস্ট বোলার মিচেল স্টার্ক।

ওয়ানডে দলকে নেতৃত্ব দিবেন মিচেল মার্শ। মার্নাস লাবুশানেও থাকছেন ওয়ানডে দলে।

টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটি ম্যাচ হবে ১০ ও ১২ আগস্ট ডারউইনে ও তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে ১৬ আগস্ট কেয়ার্নসে।

সেজু