সবশেষ ১৯৯১ সালে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ ২-০–তে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এ সিরিজের আগে খেলা সবশেষ ১০টি ওয়ানডে সিরিজেই জিতেছিল পাকিস্তান। টানা ১১ সিরিজে দলটি ছিল অপরাজিত।
পাকিস্তানের বিপক্ষে একাধিক ম্যাচের কোনো সিরিজে ওয়েস্ট ইন্ডিজের আগের জয় ছিল ২০০০ সালে, ঘরের মাঠে টেস্ট সিরিজ। এরপর খেলা ২৪টি সিরিজের মধ্যে পাকিস্তান জিতেছে ২০টি, আর বাকি ৪টি সিরিজ হয় ড্র।
২০২ রানের জয় ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ। তৃতীয় ম্যাচে বল হাতে ১৮ রানে ৬ উইকেট নিয়েছেন পেসার জেইডেন সিলস।
সিলসের ১৮ রানে ৬ উইকেট ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের তৃতীয় সেরা বোলিং। তার বোলিং তোপেই পাকিস্তান নিজেদের ওয়ানডে ইতিহাসে দশম সর্বনিম্ন ৯২ রানে গুটিয়ে যায়।