বাংলাদেশ-সিঙ্গাপুরের ম্যাচে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পরিকল্পনায় বাফুফে

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অনুশীলনের ছবি
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অনুশীলনের ছবি | ছবি: এখন টিভি
0

বহুল প্রতিক্ষীত বাংলাদেশ-সিঙ্গাপুরের ম্যাচে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পরিকল্পনা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে)। যে কারণে ভুটানের ম্যাচের থেকে প্রায় ২০০ জন বেশি নিরাপত্তাকর্মী নিয়োগ দেবে বাফুফে। একই ইস্যুতে ম্যাচ শুরুর দুই ঘণ্টা আগে বন্ধ হয়ে যাবে স্টেডিয়ামের গেইট।

নতুন এক জোয়ারে ভাসছে বাংলার ফুটবল। হামজা চৌধুরীসহ বাংলাদেশি বংশোদ্ভূতদের জন্য এই উন্মাদনা। 

গেলো ভুটানের ম্যাচে এক হামজাকে দেখতে বাঁধভাঙ্গা জনস্রোতে বাফুফের নিরাপত্তা ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়ে। ফেডারেশন কর্তাদের খামখেয়ালিপনায় দিনশেষে ভুক্তভোগী হয় ফুটবল পাগল মানুষই।

তবে একই ভুল বারবার করতে রাজি নয় বাফুফে। যে কারণে ভুটানের পর সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে বেশ সতর্ক কম্পিটিশন কমিটি। সবশেষ ম্যাচে ২০০ জনের মতো নিরাপত্তাকর্মী থাকলেও এবার তা করা হয়েছে দ্বিগুণ।

এএফসি এশিয়ান কাপ ম্যাচ দিয়ে ফুটবলের জনপ্রিয়তা বাড়াতে দর্শকদের জন্য ভিন্নধর্মী আয়োজনের পরিকল্পনা করছে ফেডারেশন।

মূল পর্বে খেলতে বাংলাদেশ-সিঙ্গাপুরের এই ম্যাচ যেমন গুরুত্বপূর্ণ। ঠিক একইভাবে মৃত প্রায় ফুটবলের সুখ্যাতি ছড়িয়ে দেয়ার নতুন এই যাত্রায় কোনোরকম ভুল করতে চায় না দেশের ফুটবলের অভিভাবক।

এসএইচ