মেসিকে উৎসর্গ করে নিউওয়েলস স্টেডিয়ামের গ্যালারির নামকরণ

নিওয়েলস ওল্ড বয়েজের জার্সিতে মেসি
নিওয়েলস ওল্ড বয়েজের জার্সিতে মেসি | ছবি: সংগৃহীত
0

নিওয়েলস ওল্ড বয়েজ ক্লাব তাদের মার্সেলো বিয়েলসা স্টেডিয়ামের নতুন স্ট্যান্ডের নামকরণ করেছে লিওনেল মেসির নামে। শৈশবের অনেকটা সময় আর্জেন্টাইন ক্লাবেই কাটিয়েছেন এলএম-১০।

রোজারিওর ক্লাবটিতে ৬ বছর বয়সে যোগ দেন মেসি। এরপর ১৩ বছর বয়সে বার্সেলোনায় পাড়ি দেয়ার আগ পর্যন্ত ঘরের ক্লাবের যুবদলে খেলেন তিনি। 

মেসি নামের নতুন স্ট্যান্ড এই স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতা বাড়িয়ে করবে ৫০ হাজার। ক্লাবটির ঘরের মাঠ এল কোলোসো নামে পরিচিত। ২০০৯ সালে আলবিসিলেস্তাদের সাবেক কোচ ও খেলোয়াড় মার্সেলো বিয়েলসার নামে নামকরণ করা হয়। 

এ ছাড়াও, আর্জেন্টাইন আরেক কিংবদন্তি ডিয়াগো ম্যারাডোনার নামেও আছে একটি স্ট্যান্ড। নিওয়েলসের হয়ে ১৯৯৩-৯৪ মৌসুমে খেলেছিলেন ম্যারাডোনা।

এসএইচ