ভক্তদের মধ্যে একজন বলেন, ‘মেসিকে একবার চোখের দেখা দেখতে চার হাজার টাকার টিকিট চড়া দামে কিনেছিলাম। মন্ত্রীদের দেখতে কষ্টের পয়সা নষ্ট করিনি।’
লিওনেল মেসির অসংখ্য অনুগারীর মধ্যে যারা আজ (শনিবার, ১৩ ডিসেম্বর) সকাল হতে না হতেই কলকাতার যুবভারতী স্টেডিয়ামের বাইরে ভক্তরা জড়ো হয়েছিলেন পূর্বনির্ধারিত ‘গোট ইন্ডিয়া ট্যুর’- সফরে মেসিকে এক নজর দেখতে।
কারো কারো কাছে মেসি ‘ঈশ্বর দর্শনের সমান’। এরকমই এক মেসি ভক্ত বলেন, ‘খড়গপুর থেকে কাল গভীর রাতে এসে স্টেশনে কাটিয়েছি। টিকিটের টাকা কষ্ট করে জোগাড় করেছিলাম শুধু ঈশ্বরকে একবার দেখব বলে।’
স্টেডিয়ামে আসা হাজার হাজার দর্শকের অভিজ্ঞতা অনেকটা এরকমই। বেস প্রাইসের চেয়ে অনেক বেশি দামে বিক্রি হওয়া টিকিট কিনে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে স্টেডিয়ামে এসেছিলেন অনেকে।
মাঠে এসে দর্শকদের দেখা দেয়া ও সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেয়া ছাড়াও মেসির ৭০ ফুট উঁচু মূর্তি ভার্চুয়ালি উদ্বোধনসহ একগুচ্ছ কর্মসূচি হওয়ার কথা ছিল এ ফুটবল তারকার।
আরও পড়ুন:
এ অনুষ্ঠানের জন্য ছোট সন্তান আব্রামকে সঙ্গে নিয়ে কলকাতায় এসেছিলেন শাহরুখ খানও। তারও প্রবেশ করার কথা ছিল মাঠে। কিন্তু সেটা আর সম্ভব হলো না এরকম উত্তেজনার পরিস্থিতিতে।
লিওনেল মেসি মাঠে ঢোকার পর তাকে ঘিরে নিরাপত্তা বলয়ের বাইরেও উদ্যোক্তা, নেতা-মন্ত্রী ও সেলিব্রিটিদের ভিড়ের কারণে তাকে ভালোভাবে গ্যালারি থেকে দেখতে না পাওয়ায় দর্শকদের মধ্যে ক্ষোভ বাড়তে থাকে।
একসময় সেই ক্ষোভ আরেও বাড়ে এবং দর্শকদের আসন থেকে উড়ে আসতে থাকে প্লাস্টিকের জলের বোতল। পরে নিরাপত্তার কারণে মেসিকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়।
এদিকে লিওনেল মেসি সময়ের আগে স্টেডিয়াম ছেড়ে চলে যাওয়ায় মাঠ ও গ্যালারি জুড়ে চরম বিশৃঙ্খলা দেখা দেয়। ভাঙচুর করা হয় আসন, নষ্ট করা হয় টার্ফ, মাঠে নেমে আসেন ক্ষুব্ধ দর্শকদের একাংশ।
পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে মাঠে নামানো হয় র্যাপিড অ্যাকশন ফোর্স (র্যাফ)। উদ্যোক্তাদের পাশাপাশি প্রশাসনের বিরুদ্ধেও ক্ষোভ উগড়ে দিতে থাকেন দর্শকরা।
একদিকে যখন স্টেডিয়ামে বিশৃঙ্খল পরিস্থিতি চলছে, তখন লিওনেল মেসি ও শাহরুখ খান শহর ছাড়েন। পুরো পরিস্থিতি নিয়ে লিওনেল মেসি ও ক্রীড়াপ্রেমীদের কাছে ‘ক্ষমা’ চান দেশটির মুখ্যমন্ত্রী।
অন্যদিকে, সাংবাদিক সম্মেলন করে পুলিশের তরফে জানানো হয়, অব্যবস্থাপনার জন্য অনুষ্ঠানের মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, দর্শকদের টিকিটের টাকা ফেরতের ব্যবস্থা করা হবে। লিওনেল মেসির অনুষ্ঠানের দিন এমন বিশৃঙ্খলাকে ঘিরে কলকাতার যে ছবি বিশ্বের কাছে ফুটে উঠল, সে নিয়েও আক্ষেপ প্রকাশ করেছেন ক্রীড়াপ্রেমীদের অনেকে।





