মেসিকে দেখতে না পেয়ে বোতল ছুড়লেন স্টেডিয়ামের ভক্তরা

নিরাপত্তাকর্মীদের ভিড়ে মেসিকে দেখতে না পেয়ে বোতল ছুড়তে দেখা গেছে দর্শকদের
নিরাপত্তাকর্মীদের ভিড়ে মেসিকে দেখতে না পেয়ে বোতল ছুড়তে দেখা গেছে দর্শকদের | ছবি: সংগৃহীত
0

একযুগেরও বেশি সময় পর ভারতে সফরে এসেছেন লিওনেল মেসি। মধ্যরাতে কলকাতার বিমানবন্দরে পৌঁছান আর্জেন্টাইন এ সুপারস্টার। তবে কলকাতায় বাজে অভিজ্ঞতার শিকার হয়েছেন মেসি। নিরাপত্তা প্রহরীদের ভিড়ে মেসিকে দেখতে না পাওয়ায় বোতল ছুড়তে শুরু করেন স্টেডিয়ামে উপস্থিত দর্শকরা। এসময় দ্রুত স্থান ত্যাগ করে বেরিয়ে যান মেসি।

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আজ (শনিবার, ১৩ ডিসেম্বর) সকালে সল্ট লেক স্টেডিয়ামে পৌঁছান তিনি। সেখানে থাকার কথা ছিল মমতা বন্দোপাধ্যায় ও শাহরুখ খানদেরও।

তবে মেসি সেখানে পৌঁছানোর পর নিরাপত্তা প্রহরীরা তাকে ঘিরে ধরায়, সরাসরি দেখার সুযোগ পাচ্ছিলেন না টিকিট কেটে আসা দর্শকরা।

আরও পড়ুন:

এক পর্যায়ে ক্ষুব্ধ হয়ে তারা স্লোগান দেয়া শুরু করেন এবং বোতল ছুঁড়তে থাকেন। এতে তড়িঘড়ি করে মাঠ ছেড়ে বেরিয়ে যান লিওনেল মেসি।

এরপর উত্তেজিত দর্শকরা চেয়ার ভেঙে মাঠে ছুঁড়তে শুরু করেন এবং এক পর্যায়ে মাঠে নেমে আসেন। এসময় পরিস্থিতি পুলিশেরও নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আর তাতে পণ্ড হয় সব কর্মসূচি।

এসএইচ