শেষ হয়েছে প্রবাসী ফুটবলারদের ট্রায়ালের দ্বিতীয় দিন

প্রবাসী ফুটবলার
প্রবাসী ফুটবলার | ছবি: এখন টিভি
0

বাংলাদেশি বংশোদ্ভূত প্রবাসী ফুটবলারদের ট্রায়ালের দ্বিতীয় দিনে খেলোয়াড়দের পাসিং, ভিশন এবং অব দ্য বল মুভমেন্ট পর্যবেক্ষণ করেছেন বাফুফের কোচিং প্যানেল। ট্রায়াল দিতে আসা ফুটবলারদের স্বপ্ন লাল-সবুজের জার্সি গায়ে জড়ানোর। সাবেক ফুটবলার ও কোচ সাঈদ হাসান কানন বলছেন, প্রথম দিনের চেয়ে উন্নতি করেছেন ট্রায়াল দিতে আসা ফুটবলাররা।

বাফুফে ট্রায়ালের সময় তিনদিন। এই তিন দিনের মধ্যে কোচদের গুডবুকে নিজের নামটা তুলে নেয়ার প্রাণান্ত চেষ্টা। অন্য অনেকের মতোই লাল-সবুজের জার্সি গায়ে জড়ানোর স্বপ্ন ইব্রাহিমের। ক্যামেরার সামনে বেশ প্রাণবন্ত দেখা গেল তাকে। বোঝাই যাচ্ছিল বাংলাদেশের মাটিতে নিজেকে প্রমাণের সুযোগ পেয়ে বেশ খুশি লন্ডন থেকে আসা এই তরুণ। জানালেন ট্রায়াল সেশনে দারুণ সময়ই কেটেছে তার।

নিজের প্রেরণার নাম বলতেই জানালেন হামজা চৌধুরীর কথা। ইব্রাহিমের সঙ্গে আসা নাভিদও বললেন হামজা চৌধুরীর অনুকরণেই বাংলাদেশে এসেছেন তিনিও। ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে আপাতত খানিকটা দূরেই আছেন হামজা। ইংল্যান্ড থেকে আসা তরুণ ফুটবলাররা জানালেন, এই ডিফেন্সিভ মিডফিল্ডারকে আবারও শীর্ষস্তরের ইংলিশ ফুটবলে দেখলে তৃপ্তই হবেন তারা।

তবে যে স্বপ্নটা নিয়ে এসেছেন এসব তরুণ সেটা পূরণ হওয়ার রাস্তাটাও একেবারেই সহজ না। দ্বিতীয় দিনে কাজ হয়েছে পাসিং, ভিশন এবং অফ দ্য বল মুভমেন্ট নিয়ে। দেশের সাবেক জাতীয় দলের গোলরক্ষক এবং মোহামেডানের গোলরক্ষক কোচ সাঈদ হাসান কানন সন্তুষ্ট তাদের পারফরম্যান্স নিয়ে।

কোচ সাঈদ হাসান কানন বলেন, ‘পাসিং, ১১ বাই ১১ টিম এসব দেখা হয়েছে। গতকালকে গরম ছিল। আজকের ওয়েদারে তারা ভালো করেছে।’

আগামীকাল ট্রায়ালের শেষ দিন। খেলতে হবে ম্যাচ। সেখানে থাকবেন আগ্রহী এসব ফুটবলারের পরিবারের সদস্যরাও। সেইসঙ্গে বাফুফে আর বাংলাদেশের কোচদের মন জয় করারও শেষ সুযোগ এটিই। বাংলাদেশ ফুটবলের আগামী দিনের ভবিষ্যতটাও পরখ করা হবে তিনদিনের সামগ্রিক মূল্যায়ন শেষে।

সেজু