স্পট ফিক্সিংয়ের অভিযোগ থেকে মুক্ত লুকাস পাকেতা

ব্রাজিলিয়ান ফুটবল তারকা লুকাস পাকেতা
ব্রাজিলিয়ান ফুটবল তারকা লুকাস পাকেতা | ছবি: সংগৃহীত
0

দীর্ঘ আইনি লড়াইয়ের পর অবশেষে স্পট ফিক্সিংয়ের অভিযোগ থেকে মুক্তি পেয়েছেন ব্রাজিলিয়ান ফুটবল তারকা লুকাস পাকেতা। প্রায় ২ বছর তদন্তের পর নির্দোষ প্রমাণিত হলেন এ ব্রাজিলিয়ান।

২০২২ সালের নভেম্বর থেকে ২০২৩ সালের আগস্ট পর্যন্ত চারটি আলাদা ম্যাচে ইচ্ছাকৃতভাবে হলুদ কার্ড হজমের অভিযোগ ছিল লুকাস পাকেতার ওপর।

আরও পড়ুন:

ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের জার্সিতে খেলার সময় বাজি ধরে এমন কিছু করেছিলেন বলে ধারণা করা হয়েছিল।

এরপর থেকেই ব্রাজিলিয়ান এ তারকাকে নিয়ে তদন্ত শুরু করে ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। এর পরিপ্রেক্ষিতে ২০২৪ সালে পাকেতার আজীবন নিষেধাজ্ঞা চেয়ে অভিযোগ গঠন করা হয়। তবে শেষ পর্যন্ত নির্দোষই প্রমাণ হলেন ব্রাজিল এবং ওয়েস্ট হ্যামের তারকা লুকাস পাকেতা। অবশ্য এখনও তদন্তে অসহযোগিতার অভিযোগ আছে তার বিরুদ্ধে।

সেজু