ঈদযাত্রায় উত্তরের পথে দ্বিগুণ বেড়েছে যাত্রী ও যানবাহনের চাপ

যাত্রী ও যানবাহন
যাত্রী ও যানবাহন | ছবি: এখন টিভি
0

সড়ক পথে ঈদ যাত্রায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ঘরমুখো মানুষ ও যানবাহনের চাপ বেড়েছে প্রায় দ্বিগুণ। আজ (বুধবার, ৪ জুন) ভোর রাতে যমুনা সেতু সংযোগ সড়কে একাধিক সড়ক, দুর্ঘটনা ও গাড়ি বিকল হওয়ায় থেমে থেমে যানজটের সৃষ্টি হয়। দুর্ঘটনা কবলিত যানবাহনগুলো সরানোর পর যান চলাচল স্বাভাবিক হয়।

ভোর রাত থেকে বিভিন্ন বাস স্ট্যান্ডে যাত্রীরা কয়েক ঘণ্টা যাবত বাসের জন্য অপেক্ষা করছে। এ সুযোগে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে পরিবহন সংশ্লিষ্টরা। এতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন যাত্রীরা।

বুধবার সকাল থেকে মহাসড়কের নগরজলফৈ, রাবনা ও এলেঙ্গা বাসস্ট্যান্ডসহ গুরুত্বপূর্ণ এলাকায় ঘরমুখো মানুষের চাপ বেড়েছে। মহাসড়কে গণপরিবহনের চেয়ে ট্রাক ও ব্যক্তিগত যানবাহনের সংখ্যা বেশি। অনেকেই গরুবাহী খোলা ট্রাকে বাড়ি ফিরছে।

উত্তরের ঘরমুখো মানুষ বলছে, ৩০০ টাকার ভাড়া ৬০০ থেকে ৭০০ টাকা আদায় করা হচ্ছে।

আর বাস চালকরা বলছেন, উত্তরবঙ্গ থেকে খালি গাড়ি নিয়ে ঢাকায় নিয়ে যেতে হয়। তাই কিছুটা ভাড়া বেশি নেয়া হচ্ছে।

যমুনা সেতুর পূর্ব থানার ওসি ফয়েজ আহমেদ বলেন, 'মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও যানজট নেই। মহাসড়কে পর্যাপ্ত সংখ্যক পুলিশ দায়িত্ব পালন করছে।'

সেজু