ফেনীতে শিশুর মরদেহ উদ্ধার; পরিবারের অভিযোগ পরিকল্পিত হত্যা

নিহত স্কুলছাত্র
নিহত স্কুলছাত্র | ছবি: এখন টিভি
0

ফেনী শহরতলীর পাঁচগাছিয়া ইউনিয়নের নগরকান্দা গ্রাম থেকে জোবায়ের রাবিন (১০) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে তার পরিবার। নিহত জোবায়ের চট্টগ্রামের বিএএফ শাহীন কলেজের পঞ্চম শ্রেণির ছাত্র।

আজ (বৃহস্পতিবার, ১২ জুন) সকালে বাড়ির পাশের একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে, স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ।

নিহতের পরিবার জানায়, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে নিজ বাড়ির সামনে থেকে নিখোঁজ হয় জোবায়ের। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পর বৃহস্পতিবার সকালে ডোবায় তার মরদেহ খুঁজে পান।

জোবায়েরের বাবা মো. ওমর অভিযোগ করেন, পূর্ব শত্রুতার জেরে তার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তিনি দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

জানা গেছে, ঈদুল আজহার ছুটিতে জোবায়ের তার গ্রামের বাড়িতে বেড়াতে এসেছিল।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন ফেনী সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আরিফুল ইসলাম সিদ্দিকী। তিনি বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক সুরতহাল শেষে নিশ্চিত করে বলা যাবে এটি হত্যা নাকি অপমৃত্যু। তদন্তের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এনএইচ