ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসা ছাত্রীর মরদেহ উদ্ধার

নিহতের স্বজনের ভিড়
নিহতের স্বজনের ভিড় | ছবি: সংগৃহীত
0

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নিখোঁজের একদিন পর মাইমুনা আক্তার ময়না (১১) নামে এক মাদ্রাসা ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (রোববার, ৬ জুলাই) সকালে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর গ্রামের একটি মসজিদের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

নিহত মাইমুনা একই গ্রামের সৌদি আরব প্রবাসী আব্দুর রাজ্জাকের মেয়ে। সে শাহবাজপুর গ্রামের হাবলিপাড়া এলাকার জামিয়া ইসলামিয়া মহিলা মাদ্রাসা ছাত্রী ছিল।

এ ঘটনায় মসজিদের ইমাম মো. হামিদুর রহমান (৩৫) ও মুয়াজ্জিন মো. সাইদুল ইসলামকে (২১) জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, শনিবার (৫ জুলাই) দুপুরে মাদরাসা থেকে ফেরার পথে নিখোঁজ হয় মাইমুনা। স্বজনরা সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও তার কোনো সন্ধান পায়নি।

পরে রোববার সকালে হাবলিপাড়া জামে মসজিদের দ্বিতীয় তলার ভেতরে মাইমুনার মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে।

সরাইল সার্কেলের সহকারী পুলিশ সুপার তপন সরকার জানান, নিহতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য মসজিদের ইমাম ও মুয়াজ্জিনকে হেফাজতে নেয়া হয়েছে।

সেজু