গোপালগঞ্জের হামলার প্রতিবাদে টাঙ্গাইলে জামায়াতের বিক্ষোভ

বিক্ষোভ মিছিল ও সমাবেশ
বিক্ষোভ মিছিল ও সমাবেশ | ছবি: এখন টিভি
0

গোপালগঞ্জে এনসিপি নেতাদের উপর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা জামায়াতে ইসলামী। আজ (বৃহস্পতিবার, ১৭ জুলাই) দুপুরে জেলা আমির আহসান হাবীব মাসুদের নেতৃত্বে একটি মিছিল শহরের পুরাতন কোর্ট মসজিদের সামনে থেকে শুরু হয়ে নিরালা মোড় শহিদ মিনারের সামনে দিয়ে ভিক্টোরিয়া রোড হয়ে পুরাতন বাসস্ট্যান্ডে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি মাওলানা হুমায়ুন কবির, ইসলামী ছাত্রশিবিরের জেলা সেক্রেটারি মো. আব্দুর রাজ্জাক, শহর জামায়াতের আমির অধ্যাপক মিজানুর রহমান চৌধুরি প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন সদর উপজেলা আমির অধ্যাপক ইকবাল হোসাইন বাদল।

সভাপতির বক্তব্যে জেলা আমির আহসান হাবীব মাসুদ বলেন, ‘ফ্যাসিবাদের প্রেতাত্মারা গোপালগঞ্জ থেকে আবারও মাথাচাড়া দিয়ে উঠার ষড়যন্ত্র করছে। এনসিপির প্রোগ্রামে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা স্বাভাবিক কোনো ঘটনা নয়। এটি বাংলাদেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অংশ।’

জুলাই আন্দোলনের সহকর্মীদের বিভেদ ভুলে আবারও ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে দুর্বার গণআন্দোলন গড়ে তুলার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ‘গোপালগঞ্জে সন্ত্রাসী হামলার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এ ঘটনার শুরুতে প্রশাসনের দুর্বলতা খুঁজে বের করে ফ্যাসিবাদের দোসরদের শাস্তির আওতায় আনতে হবে।’

সেজু