আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন বলেন, ‘এনামুল হক মসজিদপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন। গত কয়েকদিন ধরে তিনি বাসা থেকে বের হননি। বৃহস্পতিবার রাতে বাসার ভেতর থেকে দুর্গন্ধ বের হতে থকলে স্থানীয় বাসিন্দারা বিষয়টি পুলিশকে জানায়। পরে পুলিশ গিয়ে দরজা ভেঙে ঘরে ঢুকে এনামুলের মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।’
ওসি আরও জানান, ‘ধারণা করা যাচ্ছে চার থেকে পাঁচ দিন আগেই এনামুলের মৃত্যু হয়। তবে এটি আত্মহত্যা কি না- তা ময়না তদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে।’