বিশেষ ট্রেন যাত্রা উপযোগী নয় দাবিতে বিক্ষোভ, দেড় ঘণ্টা পর স্বাভাবিক রেল যোগাযোগ

রেলস্টেশনে ট্রেন আটকে রেখে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা
রেলস্টেশনে ট্রেন আটকে রেখে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা | ছবি: এখন টিভি
0

জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে ঢাকায় যাওয়ার জন্য রেল বিভাগের বরাদ্দ করা বিশেষ ট্রেনটি যাত্রার জন্য উপযোগী নয় দাবি করে রাজশাহী রেলস্টেশনে বিক্ষোভ করেন জুলাই ঘোষনাপত্র পাঠ অনুষ্ঠানে যোগ দিতে আগ্রহীরা। এতে কিছু সময়ের জন্য থমকে যায় রাজশাহীর সঙ্গে দেশের রেল যোগাযোগ। তবে রেল কর্তৃপক্ষের আশ্বাসে নির্ধারিত সময়ের প্রায় দেড় ঘণ্টা পর ছেড়ে যায় ট্রেনটি।

আজ (মঙ্গলবার, ৫ আগস্ট) সকাল সোয়া ৭টার দিকে স্টেশনের ১ নম্বর প্লাটফর্মের রেলপথে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। 

আন্দোলনকারীরা বলেন, সকাল সাতটা বিশ মিনিটে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশে বিশেষ ট্রেনটি ছেড়ে যাওয়ার কথা। সে মোতাবেক সকালে তারা স্টেশনে এসে দেখতে পান, যে ট্রেনটি তাদের জন্য বরাদ্দ করা হয়েছে সেটি যাত্রা উপযোগী নয়— জরাজীর্ণ এবং দ্রুততম সময়ে পৌঁছানো যাবে না।

সে কারণে ভালো ট্রেন ও বগির জন্য তারা আন্দোলন করে। এক পর্যায়ে শিক্ষার্থীরা রেললাইনে শুয়ে পড়েন।

জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে ঢাকায় যাওয়ার জন্য রেল বিভাগের বরাদ্দ করা বিশেষ ট্রেনটি রাজশাহী থেকে ঢাকার উদ্দেশে সকাল ৭টা ২০ মিনিটে ছাড়ার কথা থাকলেও ট্রেনটি সকাল ৮টা ১৫ মিনিটে ছেড়ে যায়।

তবে কিছুসংখ্যক শিক্ষার্থী ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি আটকে রাখে। রেল কর্তৃপক্ষের আশ্বাসে সেটি ৮টা ১৫ মিনিটে ছাড়ে। যার ফলে রাজশাহীর সঙ্গে দেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

রাজশাহী স্টেশন ম্যানেজার শহিদুল ইসলাম বলেন, ‘ভালো মানের বগিসহ ভালো ট্রেনের ব্যবস্থা করার চেষ্টা করছি। সব প্রস্তুতি থাকা সত্বেও কিছু ছাত্র আপত্তি তোলে। তাদের সঙ্গে অনেক আলাপ আলোচনার পরে আমরা নির্ধারিত সময়ে গাড়িটি ছাড়তে না পারায় ৮টা ৫ মিনিটে ছাড়ি। এখান থেকে যাওয়া ৩৫ জন ছাত্রকে সিল্কসিটি এক্সপ্রেসে উঠিয়ে দিয়েছি। এখন ট্রেন চলাচল স্বাভাবিক আছে।’

উল্লেখ্য, এ বিশেষ ট্রেনটি রাজশাহী, পাবনা, ঈশ্বরদী, টাঙ্গাইল, সিরাজগঞ্জ স্টেশন থেকে শিক্ষার্থীদের নিয়ে ঢাকা রওনা হয়েছে।

এসএইচ