ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে রাঙামাটিতে বিএনপির বিজয় র‌্যালি

রাঙামাটিতে বিএনপির বিজয় র‌্যালি
রাঙামাটিতে বিএনপির বিজয় র‌্যালি | ছবি: এখন টিভি
0

ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাঙামাটিতে বিজয় র‌্যালি ও সমাবেশ করেছে জেলা বিএনপি। আজ (বুধবার, ৬ আগস্ট) দুপুরে জেলা বিএনপির উদ্যোগে শহরের নিউমার্কেট চত্বরে সমাবেশের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সহধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ান।

সমাবেশে বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। নির্বাচন যাতে পেছাতে না পারে তার জন্য বিএনপির অঙ্গসংগঠনসহ সকল নেতাকর্মীদের সজাগ থাকবে হবে। আগামী যেকোনো আন্দোলনে বিএনপির নেতাকর্মীদের রাজপথে থাকার আহ্বান জানান নেতৃবৃন্দ।

অ্যাডভোকেট দীপেন দেওয়ান বলেন, ‘জুলাই বিপ্লব শুধু ছাত্র-জনতার বিপ্লব না। তারেক রহমান একটি কথা বলতেন গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনা সরকারকে বিতাড়িত করা হবে। সে গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনার বিদায় হয়েছে।’

দীপেন দেওয়ান আরও বলেন, ‘বর্তমানে আগের মতই বিএনপিকে নিয়ে বার বার ষড়যন্ত্র করা হচ্ছে, আগামী জাতীয় নির্বাচনকে নিয়ে এখনো ষড়যন্ত্র হচ্ছে। তাই সকল মতবিভেদ ভুলে গিয়ে বিএনপিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

এর আগে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাঙামাটি পৌরসভা থেকে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিশাল বিজয় র‍্যালি বের হয়। যা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নিউ মার্কেট চত্বরে গিয়ে সমাবেশে যুক্ত হয়।

এসময় অন্যান্য বক্তারা বলেন, বিএনপি দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল, তাই বিএনপির কোনো নেতাকর্মীকে অন্যদের ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানিয়ে বলা হয়। আমরা কোনো সুযোগ তৃতীয় পক্ষকে দিতে চাই না।

তারা আরও বলেন, অন্তর্বর্তী সরকার ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছে এ সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাই। নির্বাচনকে নিয়ে যেহেতু নানান ষড়যন্ত্র হচ্ছে তাই আমাদের সতর্ক থাকতে হবে। নির্বাচন সঠিক সময়ে যাতে হয় এর জন্য অনুকূল পরিবেশ আমাদের রক্ষা করতে হবে। গণতন্ত্রের উত্তরণের ক্ষেত্রে যদি আরেকবার পদচ্যুতি ঘটে, তাহলে আমরা পুরো জাতি আবারও দুর্ভোগে পড়বো।

এ সময় রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দিপুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সাবেক পার্বত্য উপমন্ত্রী মনি স্বপন দেওয়ান, রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, জেলা বিএনপির সহসভাপতি সাইফুল ইসলাম পনির, জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম ভুট্টো, রাঙামাটি জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি নুরুন নবি সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এএইচ