আজ (বুধবার ১৫ অক্টোবর) দুপুরে রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচী পালন করে সংগঠনটি। মানববন্ধনে প্রধান বক্তা ছিলেন রাঙামাটি আসনে জামায়াতের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোখতার আহম্মদ।
তিনি বলেন, ‘জুলাই সনদ গৃহীত হওয়ার মাধ্যমে আগামীতে যে জাতীয় সংসদ নির্বাচন হবে, সেটিই গ্রহণযোগ্য হবে। তবে একই দিনে গণভোট হলে সব তালগোল পাকিয়ে ফেলা হবে। এজন্য সারা দেশের মানুষের গণদাবি ডিসেম্বরের পূর্বেই গণভোট অনুষ্ঠান করতে হবে।’
তিনি বলেন, ‘প্রশাসনে ঘাপটি মেরে থাকা কিছু আমলা ও তাদের দোসররা যেনতেনভাবে একটি নির্বাচন করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছেন। জামায়াত জনগণকে সঙ্গে নিয়ে এ ধরনের প্রচেষ্টাকে প্রতিহত করবে।’
আরও পড়ুন:
জামায়াতে ইসলামীর পাঁচ দফা দাবি হলো— পতিত স্বৈরাচার সরকারের দৃশ্যমান বিচার, নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি, জুলাই সনদ বাস্তবায়ন করা, জুলাই সনদের ভিত্তিতে পিআর দাবি বাস্তবায়ন, ফ্যাসিবাদী শক্তির দোসর জাতীয় পার্টিসহ সকল রাজনৈতিক শক্তির কার্যক্রম অবিলম্বে স্থগিত করা।
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন রাঙামাটি জেলা জামায়াতে ইসলামীর আমিরর অধ্যাপক আবদুল আলীম, জেলা সেক্রেটারি মনছুরুল হক, জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা জাহাঙ্গীর আলম, জেলা শ্রমিক কল্যাণ সভাপতি আব্দুস সালাম, জেলা শ্রমিক কল্যাণ সেক্রেটারি অ্যাডভোকেট জিল্লুর রহমান, পৌর জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট রহমতুল্লাহসহ আরও অনেকে।





