চাঁপাইনবাবগঞ্জে শিলাবৃষ্টিতে আম-ধানের ব্যাপক ক্ষতি

শিলাবৃষ্টিতে নষ্ট ধান ও আম
শিলাবৃষ্টিতে নষ্ট ধান ও আম | ছবি: এখন টিভি
0

চাঁপাইনবাবগঞ্জের নাচোল ও গোমস্তাপুর উপজেলায় শিলাবৃষ্টিতে আম ও ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আজ (বৃহস্পতিবার, ১ মে) বিকেলে গোমস্তাপুর ও নাচোল উপজেলার বিভিন্ন এলাকায় কয়েক মিনিট ধরে মুষলধারে বৃষ্টিপাত ও শিলাবৃষ্টিতে এ ক্ষয়ক্ষতি হয়েছে।

চাষিরা জানান, জেলার বিভিন্ন উপজেলায় আধা ঘণ্টাব্যাপী মুষলধারে বৃষ্টি ও শিলাবৃষ্টি হয়েছে। এতে আম ও ধানের ব্যাপক ক্ষতি হয়। বিশেষ করে গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নে ব্যাপক আকারে শিলাবৃষ্টি হয়। তবে সদর ও শিবগঞ্জ উপজেলায় শুধু বৃষ্টি হয়েছে। এতে আমের দ্রুত বর্ধন ও ঝরে পড়া রোধে উপকার হয়।

নাচোল উপজেলার বাসিন্দা আতিকুর রহমান বলেন, ‘আমের আঁকার এখন বড় হয়েছে। এসময়ে শিলাবৃষ্টি হলো এতে আমের ব্যাপক ক্ষতি হবে। যে আমগুলোতে শিলাবৃষ্টির স্পর্শ পেয়েছে। সবগুলো আম কাল থেকেই ঝড়ে পড়বে।’

গোমস্তাপুর উপজেলার ধান চাষি শফিকুল আলম বলেন, ‘কয়েকদিন পরেই ধান কাটা শুরু হবে। তাই প্রস্তুতি নিচ্ছে এসময় শিলাবৃষ্টিতে ধানের চারা নুইয়ে পড়েছে। এতে কমে যাবে ফলন। তাই দুশ্চিন্তায় আছি।’

চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো. ইয়াছিন আলী বলেন, ‘এই শিলাবৃষ্টিতে ধানের ক্ষয়ক্ষতি হবে। পাশাপাশি সামান্য ঝড়ের কারণে ধানের চারা নুইয়ে পড়ায় ফলন কমবে বালে জানিয়েছেন।’

তবে তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।

এসএস